সোনারগাঁয়ে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক ও মায়াদ্বীপের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে  অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে হাতে নাতে ৬ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ আগস্ট মঙ্গলবার ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রিয়াজুল (৫২),  সেলিম হোসেন (৩৫),আঃ মান্নান (৩৫), জয়নাল আবেদীন, কবির, ও জহিরুল আলম মোরশেদ।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে  অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাতে নাতে ৬ জনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে ২ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহায়তা করেন সহকারী কমিশনার (ভুমি) আল-মামুন। এছাড়া সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার পঙ্কজ ক্রান্তি সরকার এস আই আঃ রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত