নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান এর প্রদত্ত বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তর চাষাড়া পরিষদ। শনিবার বাদ যোহর রামবাবু পুকুর পাড় মসজিদ সংলগ্নে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন ৭টি ইউনিয়ন এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১৪০০ বস্তা( ৭০ হাজার কেজি) চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে। প্রতিটি ইউনিয়ন এলাকায় চেয়ারম্যানদের মাধ্যমে এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে ওই সকল চাল বিতরনের জন্য লিখিত ভাবে অনুরোধ জানিয়েছেন এমপি সেলিম ওসমান।
প্রতিটি ইউনিয়ন এলাকায় প্রতিজনকে ১০ কেজি করে মোট ১ হাজার জনকে ১০ হাজার কেজি চাল বিতরণ করতে অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে ৭টি ইউনিয়ন এলাকায় ৭ হাজার মানুষকে ৭০ হাজার কেজি চাল বিতরণের জন্য পাঠানো হয়েছে। সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ৭টি ইউনিয়নে ৭টি স্কুলে ওই সকল চালের বস্তা পাঠানো হয়েছে। সেই সাথে প্রতিটি ইউনিয়ন এলাকায় ১০টি করে মোট ৭০টি পিপিই পোশাক পাঠানো হয়েছে।