সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের বক্তারকান্দি এরাকায় তুচ্ছ ঘটনায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত হয়েছে। ৩ মে বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলো উত্তর নোয়াদ্দা এলাকার রনি মিয়া (২০), সনিল (২৪), নাসির উদ্দিন (৫০), নাসিমা বেগম (৪৫), আলতাফ হোসেন (৪৫), আক্তার হোসেন (৪০), রমজান (২৫), সাইফুল ইসলাম (২৮), আক্তার হোসেন (৫৫), সিজান (২০), সন্নি (১৯)। এদের মধ্যে আহত রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবারে রাতে রনি তার বন্ধুদের নিয়ে আমিরাবাদ স্কুল মাঠে বসে গল্প করার সময় বক্তারকান্দি এলাকার লাল চান সরদারের ছেলে মনিরসহ কয়েক জনে তাদের লাইট মারে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে গত বুধবার রাতে বক্তারকান্দি এলাকায় কাদির ভেন্ডারের চেম্বারে সালিশ বৈঠক হয়। সালিশকারীরা উভয়ে কথা শুনার সময় পুনরায় উবয়ের মধ্যে কথা কাটাটি শুরু হয়। এক পর্যায়ে মানির হোসেনের নেতৃত্বে রনি, জনি, শাকিল, আবু সাঈদ, রিফাতসহ ১৫/২০ জনে মিলে তাদের উপর হামলা করে রনিকে আটক রাখে। পরে পুলিশ এসে রনিকে বক্তারকান্দির রফিক ডাক্তারের চেম্বার থেকে উদ্ধার করে।

add-content

আরও খবর

পঠিত