সাবেক সাংসদ আবুল কালামের উদ্যোগে হাজারো পরিবারে খাদ্য বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এর নির্দেশনায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২২ এপ্রিল) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার তত্তাবধায়নে নাসিক ২৩নং ওয়ার্ডে এ ত্রান বিতরন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের ১৬টি এলাকার নেতৃবৃন্দদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেই সাথে ঐ ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য নেতৃবৃন্দদের নির্দেশনা দেন আবুল কাউছার আশা।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আবুল কাউছার আশা বলেন, মহামারি করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের উদ্যোগে এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাসের কারনে সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করার পর থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন এলাকার মানুষের পাশে দাড়াতে। ধারাবাহিকতার সহিত সেই চেষ্টা অব্যহত রেখেছেন। আল্লাহ চান তো আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা আমার মা ও বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। সেই সাথে দোয়া করবেন সব সময় যেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

add-content

আরও খবর

পঠিত