সাখাওয়াত ও রুহুল সহ বিএনপির নেতাকর্মীদের হাজিরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে এ হাজিরা দেন তারা ।

আসামিরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান ছক্কু প্রমুখ।

অন্যান্য মামলায় হাজিরা দেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ।

প্রসঙ্গত, গত বছরের ( ১৬ ডিসেম্বর ) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

add-content

আরও খবর

পঠিত