নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বন্দর শাহীমসজিদস্থ সাংবাদিক শেখ আরিফের বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর থানার এসআই হানিফ মাহমুদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের বন্দর থানা শাখার আহবায়ক শেখ কামাল হোসেন, দৈনিক কালের চিত্র পত্রিকার সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক বর্তমান দেশ বাংলা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শামিম আহমেদ, দৈনিক বিজয় পত্রিকার ফটো সাংবাদিক পলাশ মাহাবুব, কাউন্সিলর সচিব তালুকদার এনামুল, গনি মিয়া প্রমূখ।