নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণ এবং এর নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি শতাব্দী-প্রাচীন রেলপরিবহন সংস্থা। আমরা এটিকে আধুনিকীকরণ ও এর নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পদক্ষেপ নিয়েছি এবং এ লক্ষ্যে একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করেছি।
সফররত মালয়েশিয়ার ব্যবসায়ী আবু শহিদ বিন মোহাম্মদ বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিক ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবু শহিদ বিন মোহাম্মদকে জনসাধারণের নির্বিঘ্ন ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে দেশে বৈদ্যুতিক ও বুলেট ট্রেন চালু করার জন্য তার পরিকল্পনার কথা বলেন।
রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর কাজ এগিয়ে চলছে। মালয়েশিয়ার ব্যবসায়ী বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য তার একান্ত আগ্রহ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে আবু শহিদ বিন মোহাম্মদ বলেন, রেলওয়ে ট্র্যাফিক সিগন্যালব্যবস্থা নিয়ে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।