সন্তান হত্যা মামলায় পিতার জেল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : কমল পানির সাথে গুড়া ঔষধ সেবন করে গর্ভের সন্তান হত্যা মামলার ঘাতক আসামী আনোয়ার হোসেন (৪৫) কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

২৩ জুলাই রোববার দুপুরে তাকে আদালত থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষ ২৪ জুলাই সোমবার তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। ধৃত আনোয়ার হোসেন পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ১২/৬/২০১৬ ইং সালে বন্দর থানার পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত জলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন ১ম স্ত্রী ও তার ছেলে মেয়েদের কথা গোপন রেখে একই এলাকার সুরুজ মিয়ার ছেলে রিপা আক্তারকে বিয়ে করে। এতে করে ২য় স্ত্রী রিপা বেগম ৫ মাসের অন্তসত্ত্বা হয়। ২য় বিয়ের খবরটি ১ম স্ত্রী শাহানাজ বেগম (৪০) ও তার ছেলে সাগর (২২) জানতে পেরে ২য় স্ত্রীকে তালাক প্রদানের জন্য আনোয়ার হোসেনকে চাপ সৃষ্টি করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ৬ জুলাই রাত সাড়ে ১০টায় আনোয়ার হোসেন তার ১ম স্ত্রী শাহানাজ বেগম ও ছেলে সাগরের পরার্মশে ২য় স্ত্রী রিপা আক্তারকে কমল পানির সাথে গুড়া ঔষধ সেবন করিয়ে গর্ভের সন্তানকে হত্যা করে।

এ ব্যাপারে গৃহবধূ রিপা আক্তার বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলায় আনোয়ার হোসেনকে ১দিনের রিমান্ডে আনে। সোমবার রিমান্ড শেষে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে পুনরায় জেল হাজতে পাঠায়।

add-content

আরও খবর

পঠিত