নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সকালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা। ১৬ই এপ্রিল শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে রিফাত সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল মাসুম জানান, রিফাত সন্তান সম্ভবা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে তার সন্তানের জন্ম হয়। বিকালে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাজহারুল মাসুম আরো জানান, করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়িও চিকিৎসাধীন। এছাড়া রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত। তিনি কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই ওই নবজাতককে এভারকেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিফাতের যমজ দুটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। রিফাতের এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, তার সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। একাত্তর টিভিতে যোগদানের আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে কর্মরত ছিলেন।
এদিকে ১০ দিন আগে কোভিড ধরা পড়ে সাত মাসের অন্ত:স্বত্ত্বা রিফাত সুলতানার। পরে জানা যায়, তার স্বামী নাজমুল ইসলামও করোনা আক্রান্ত। তিনিও একাত্তর টেলিভিশনে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। এরপর তাদের পরিবারের প্রায় সব সদস্যরেই করোনা ধরা পড়ে। এর মধ্যে নাজমুলের অবস্থা কিছুটা উন্নতি হলেও অবনতির দিকে যায় রিফাতের অবস্থা। গত বুধবার রিফাতকে আইসিইউ ভর্তি করা হয়। টানা চারদিন লড়াই করে করোনার কাছে তিনি হার মানেন।
মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে শুক্রবার সকালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক এভারকেয়ার হাসপাতালের এনআইসিইউতে আছে। এদিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার করোনা আক্রান্ত শাশুড়ি।