শ্রমিকদের পাওনা পরিশোধে সেলিম ওসমানের নির্দেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদের আগে নিদিষ্ট সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের কঠোর নির্দেশ দিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি বলেছেন, শ্রমিকেরা সারা বছর জুড়ে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। তাই কোন কারনে যাতে ওই সকল শ্রমিকেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। যদি কোন মালিক শ্রমিকের পাওনা পরিশোধ না করে দেশ ছেড়ে পালিয়েও যায় তাহলেও রেহাই পাবেন না। বিকেএমইএ ওই মালিককে খুঁজে বের করে শ্রমিকের পাওনা পরিশোধ করার ব্যবস্থা করবে।

শুক্রবার ৮জুন নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সেলিম ওসমান সদ্য নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির ২০১৮-২০ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হতে যাওয়া নেতৃবৃন্দদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। তাদের যে কোন প্রয়োজনে আমি সহযোগীতা করতে প্রস্তুত আছি এবং সহযোগীতা করবো। আশা করি ব্যবসায়ীদের মধ্যে সিনিয়র সকল নেতৃবৃন্দরা নতুনদের সহযোগীতা করবেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোহাম্মদ আলী, বিকেএমইএ এর সাবেক সভাপতি মঞ্জুরুল হক প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত