নারায়ণগঞ্জ বার্তা ২৪: আগামী ১৪ই জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একযোগে থানা তথ্যভান্ডার শুমারী শুরু হওয়া উপলক্ষ্যে নাসিক ২৭নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারীদেরকে নিয়ে ৩দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সমাপানী দিনে বন্দর উপজেলার কৃষি জোনাল কর্মকর্তা হিরালাল দাসের পরিচালিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি। কিন্তু বর্তমান বিশ্বে বলা হচ্ছে তথ্যই শক্তি। যে জাতির কাছে তথ্য বেশী আছে, সেই জাতিই এখন বেশী অর্থনৈতিকভাবে উন্নত ও শক্তিশালী। তথ্যের উপর ভিত্তি করে দেশের মোট জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিস্থিতি, শিক্ষার হার, স্বাস্থ ঝুঁকি, বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা সহ সমস্ত বিষয়ে ওয়াকেবহাল হওয়া যায় এবং এ তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নেয়া হবে। তাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনারা সতর্কতার সহিত ও আন্তরিকতার সহিত তথ্য ফরম পূরন করতে হবে। অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। কারণ এটা একটা রাষ্ট্রিয় দায়িত্ব।
প্রশিক্ষণ শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে আইডি কার্ড, ইউনিফর্ম, ডাটাবেজ এর প্রশ্নপত্র, প্রয়োজনীয় নির্দেশিকা, ম্যানুয়াল নির্ধারিত কলম, পেন্সিল এবং ব্যাগ বিতরণ করেন কাউন্সিলর বাবুল।