শুভ বিজয়া দশমীতে বৃষ্টি উপেক্ষা করে অগণিত ভক্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রির্পোট) : আজ শুভ বিজয়া। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্ত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের। আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরে যাবেন কৈলাশে। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। ঢাকের বাদ্যে বিসর্জনের সুর অনুরণিত হবে। দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসেন নৌকায় চড়ে। আজ বিজয়া দশমীতে এয়োস্ত্রীদের দেবীবরণ ও সিঁদুর খেলার পর বিদায় নেবেন আবারো ঘোটকে।

আজ ৩০ ই সেপ্টেম্বর শনিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে তাই ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্র পাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানানোর আয়োজন আজ চারদিকে। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে।

একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উৎসবের আমেজ। শাহী পাড়া, আমলা পাড়া, কুড়িপাড়া, উকিল পাড়া, থানার পুকুর পাড়, নয়ামাটি সহ  বিভিন্ন মণ্ডপে আবির উৎসবের ঢেউ। সকালে ছিল দর্পণ ঘট বিসর্জন। নগরীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে শীতলক্ষা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

মন্দিরের আয়োজকরা জানিয়েছেন, আজ বিজয়া দশমীর শোভাযাত্রা বের করা হয়। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ ৫নং ঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে।

এদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে নবমী বিহিত পূজা। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়েছে। নবমীতে মণ্ডপে মণ্ডপে ছিল বিদায়ের সুর। নবমী তিথিতে অনুষ্ঠিত হয় মহানবমী কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজা। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন।

সাধারণত মহাষ্টমীর শেষ এবং মহানবমী তিথির সংযুক্ত সময়ে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গার হাতে অসুর বধ হয়েছিল। আবহাওয়ার প্রতিকূলতা উৎসবে বাধ সাধেনি। বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন অগণিত ভক্ত। পরিবার প্রিয়জন নিয়ে আসেন দেবীকে শেষবারের মতো দেখতে অনেকেই।

add-content

আরও খবর

পঠিত