নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিপিডিসি।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ অঞ্চলের কনভেন সুপারভাইজার মোবারক হোসেন জানান, নূর মসজিদ ও তার আশেপাশের এলাকায় বিদ্যুতের সংযোগ স্থাপনের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাষাড়া শহীদ মিনার থেকে বিবি রোডের ইসলামী ব্যাংক ও বালুর মাঠ, গলাচিপা, উকিলপাড়া, দেওভোগ আখড়া, ব্যাংকের মোড়, বিবি রোড পশ্চিম পাশের এলাকা ও কলেজ রোডের আংশিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।