শীতার্তদের মাঝে কাউন্সিলর বাবুর কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সাফল্যের ৩ বছর পূর্তি উপলক্ষে  পাইকপাড়া বড় কবরস্থানে নিজ অর্থায়নে আধুনিক ছাউনি নির্মাণের শুভ উদ্বোধন ও এলাকার দুস্থ গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নগরীর পাইকপাড়া বড় কবরস্থান প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর উদ্যাগে পাইকপাড়া কবরস্থানের মূল সড়কে আধুনিক টিন শেড ছাউনি নির্মাণ করেন এবং এলাকার দুস্থ ও গরীবের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় আব্দুল করিম বাবু বলেন, আমি জম্মগ্রহন করেছি ব্যবসায়ীর ঘরে, আমার রাজনীতি বা সমাজ সেবার প্রতি কোন ধারনা ছিলো না। এই ওয়ার্ডে যখন আমি কাউন্সিলর ছিলাম না, তখন এই ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি কি ছিলো তা আমি জানি, আপনারাও জানেন। আমার মায়ের নির্দেশে আজ আমি মানুষের সেবা করার জন্য কাউন্সিলর হয়েছি। কারন, মানুষের সেবার মাঝেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব। আল্লাহর রহমতে আজ আমি কাউন্সিলর হয়ে মনে করি, এই ১৭ নং ওয়ার্ডের সকল উন্নয়নে আমি একাই যথেষ্ট।

এছাড়াও তিনি বলেন, পানি সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কিন্তুু আমি মনে করি এটা আমার জন্য কিছুনা, আমি হলাম উছিলা। তার কারন, পানি দেওয়ার ও খাওয়ানোর মালিক আল্লাহ পাক। আমি হলাম শুধু উছিলা। আর এই ওয়ার্ডে বিগত সময়ে রাস্তায় রাতে অন্ধকার ছিলো। আমি এই সড়কগুলোতে আলোর ব্যবস্থা করেছি। অনেকে আমার এই কাজ নিয়ে হিংসা করে লাইট ভেঙ্গে ফেলে, কিন্তুু চিন্তা করেন এক সময়ে এই ওয়ার্ডে অন্ধকারে ছিনতাই হতো, চুরি হতো কিন্তুু এখন আর হয়না। আমি এই ওয়ার্ডের সাধারন মানুষের জন্য কাজ করতে এসেছি। আমি মনে করি জনগনের স্বার্থে সব সময় ভালো কাজের সহায়তা করা আমার দায়িত্ব।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুরাদ হোসেন বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁজা মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক কামাল দেওয়ান, মো. সালাউদ্দিন দেওয়ান, মোঃ আসলাম সরদার, মো. জামাল উদ্দিন মৃধা, হাজী মো. জামান, হাজী মো. ইকবাল হোসেন ও তরুন সমাজ সেবক ও এসবি স্যাটেলাইট এর পরিচালক এম.আর.কে রিয়েন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত