শীতলক্ষা সেতু নাসিম ওসমান নামকরণে আবারো দাবী জানালেন পারভিন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান বলেছেন, শীতলক্ষা সেতুর ৭৫ ভাগ আমার স্বামী প্রয়াত সাংসদ নাসিম ওসমান এগিয়ে নিয়েছেন। তিনিই এই সেতু’র বাস্তাবায়নে দিন রাত শ্রম দিয়েছেন। বন্দরবাসীর জন্য সবসময়ই মনটা পড়ে থাকতো। তাই শীতলক্ষা সেতুর নামকরণ প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের নামে হওয়া উচিত। এ দাবি বন্দরবাসীর। ১১ আগস্ট শনিবার বিকেলে বন্দর প্রেসক্লাবের ওয়াইফাই ইন্টারনেট জোনের শুভ-উদ্ধোধন ও অর্টিজমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ওয়াইফাই ইনটারনেট জোনের শুভ উদ্ধোধন ও অর্টিজমদের শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম মাসুদ, উপদেষ্টা আতাউর রহমান, কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি কাজিম আহাম্মেদ, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকি, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, নির্বাহী সদস্য জি.এম মজনু ও নূর জামান । এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহতদের জন্য এবং প্রয়াত এমপি নাসিম ওসমানসহ তার স্বপরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, রাজনৈতিক নেতার কাজ হচ্ছে কর্মীদের ভালোবাসা দেওয়া। তিনি সব সময় কর্মীদের কথা ভাবতেন। সকলের ভালাবাসা পেয়ে নাসিম ওসমান জননেতা হয়েছেন। সারা বন্দরে তার উন্নয়নের ছোঁয়া রয়েছে। আজ যেখানে যাই তার কর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করে। বন্দরে আনাচে কানাচে এখনো তাকে নিয়ে দোয়া করে। এটাই চাই আপনার আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমাদের সন্তান আজমেরী ওসমন ও পরিবারের জন্য দোয়া করবেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর জাপা নেতা শাহা আলম. নারায়নগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, মহানগর ছাত্রসমাজের সভাপতি শাহ আলম ও ছাত্রলীগ নেতা মাইকেল বাবু ।

add-content

আরও খবর

পঠিত