শিশু সৌরভ হত্যায় সৎ ভাইয়ের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : শিশু সৌরভের হত্যাকান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সৎ ভাই সানি। শুক্রবার (৭ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজি মহসিন এর খাস কামড়ায় জবানবন্দি প্রদান করে । সানিসহ অন্যান্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর (ওসি কোর্ট) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো : সোনারগাঁয়ের শ্রী পতির চরের সালাহউদ্দিনের ছেলে সানি (১৯), তার স্ত্রী আয়শা আক্তার (১৮), ও তার শাশুড়ি শিল্পী বেগম (৩৫)।

এর আগে বন্দরে শিশু সৌরভ (০৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সৌরভ খুনের সাথে জড়িত তার সৎ ভাই সানি (১৯), ভাবি আয়শা আক্তার (১৮) ও সৎ ভাইয়ের শাশুড়ী শিল্পী বেগমকে (৩৫) গ্রেপ্তাার করেছে পুলিশ । এক সংবাদ সম্মেলন সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৪ এপ্রিল) সৌরভ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বন্দর থানাধীন কুড়িপাড়া সাকিনস্থ ভাডাটিয়া বাসার বাথরুমের পাশে কচু গাছের ঝোপ থেকে আসা গন্ধ থেকেই বেড়িয়ে আসে শিশু সৌরভের লাশ।

add-content

আরও খবর

পঠিত