শান্ত থাকার আহ্বান জানি‌য়ে‌ছেন হেফাজ‌তের মামুনুল হক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তির পরপরই হেফাজত কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ৩রা এপ্রিল বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে এক নারী সহ তাকে অবরুদ্ধ করা হয়। সেই নারী তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। পরে পুলিশ গিয়ে মামুনুলকে উদ্ধার করে।

সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্ত হয়ে রাত সাড়ে ৯টায় মাও. মামুনুল হকের ফেসবুকের অফিসিয়াল পেইজের মাধ্যমে রাতে নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি বলেন, সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া। তবে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না। ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নিজ দলীয় কর্মীসমর্থকদের ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করা এবং হেফাজত কর্মীদের শান্ত থাকার আহবান জানাচ্ছি। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আপনারা শান্ত থাকুন।

এর পূর্বে এক স্ট্যাটাসে মামুনুল হক বলেন, আমি নিরাপদে আছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না।

রাত সোয়া দশ টার দিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে মামুনুল হক বলেন, পক্ষবিপক্ষ নিয়ে কেউ কোনো সংঘাতে জড়াবেন না। কারও জানমালের ক্ষতি করবেন না।

মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তাইয়্যেবা। তিনি তার দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন  এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করলে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

স্থানীয় পুলিশ জানায়, মামুনুল হক সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে ওঠেন। দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারীসহ রিসোর্টে অবস্থান করছেন। খবরে এলাকার লোকজন রিসোর্টটি ঘেরাও করে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মামুনুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস। দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, অনেক দিন ধরেই মাওলানা মামুনুল হকসহ হেফাজতের নেতাদের বিষয়ে ষড়যন্ত্র চলছে। নানামুখী ষড়যন্ত্রের মধ্যে আজকের ঘটনাটিও ষড়যন্ত্র কিনা, আমরা দলীয়ভাবে তা খতিয়ে দেখব।

add-content

আরও খবর

পঠিত