শহরে শিশুর গলায় ছুরি ধরে মা-বাবার সর্বস্ব লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে মা-বাবার সঙ্গে থাকা সব কিছু লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় সদর উপজেলার দেওভোগ এলাকা থেকে চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী দুলালী।

আটকরা হলেন, ফতুল্লা থানার লাল মিয়াচর এলাকার জালাল মিয়ার ছেলে মিজান, জেলা শহরের পাইকপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মোক্তার হোসেন, বাবুরাইল বৌবাজার এলাকার আবু তাহেরের ছেলে মো. মেহেদী হাসান ও পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. বাবু মিয়া।

সদর মডেল থানার এসআই শফিউল আলম জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার বিট হোগলা এলাকার রফিকুল ইসলাম কিছুদিন আগে বিদেশ থেকে আসেন। সোমবার দুপুরে স্ত্রী দুলালীকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় রওনা হন তিনি। দেওভোগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গতিরোধ করে কোলে থাকা শিশুর গলায় ছুরি ধরে দুলালীর স্বর্ণের হার, কানের দুল, একটি স্মার্টফোন ও চার হাজার টাকা নিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত