শম্ভুপুরা ইউনিয়নে শোক দিবসের অনুষ্ঠানে এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাদিরগাঁও দূর্গাপ্রসাদ, নবীনগর, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এলাহীনগর ঈদগাহ ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা হারিয়েছি। এরপর শহীদ তিতুমীর, ক্ষুদিরাম বসু, মাওলানা ভাসানী, শেরে বাংলা এ.কে ফজলুল হকসহ অনেকেই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। অবশেষে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাঙালীর সেই কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়। আল্লাহ তায়ালা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন বলে তাকে দিয়ে দেশ স্বাধীন করেছেন।

এমপি খোকা বলেন, মানুষের খেদমত করার তৌফিক অনেক বড় নেয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়েই মানুষের খেদমত করান। তিনি আমাকে সোনারগাঁবাসীর খেদমত করার তৌফিক দেয়ায় আমি তার শুকরিয়া আদায় করি। এছাড়া আমার উন্নয়ণকাজে সর্বাত্মক সহযোগিতা করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

এমপি খোকা আরো বলেন, আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা চালিয়ে আসছি। এ উপজেলায় এখন আর হুমকি-ধমকির রাজনীতি চলে না। এখন মানুষকে ভালোবাসা দিয়েই রাজনীতি করতে হবে। জনপ্রতিনিধিদের দায়িত্বই যে মানুষের সেবা করা, সেটা এখন উপজেলাবাসী বুঝে গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে মহাজোট বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করবে বলে উল্লেখ করে এমপি খোকা বলেন, মহাজোট সরকার জনগণের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। এই সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সাড়ে চার বছরে সোনারগাঁ উপজেলাসহ সারাদেশে রেকর্ড পরিমান উন্নয়ণ হয়েছে। তাই জনগণ এখন আর স্বাধীনতার পরাজিত অপশক্তি বিএনপি-জামায়াতকে বিশ^াস করে না এবং তাদের ছড়ানো গুজবেও কান দেয় না।

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এসময় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা ও সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কবির মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা মেম্বারবৃন্দ, স্থানীয় মহাজোটের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী ছিলেন।

add-content

আরও খবর

পঠিত