রাইফেলের বদলে সুরা লিখেছিলেন নাসিম ওসমান : সাজনু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেছেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু কে হত্যা করা হয়। নাসিম ওসমান তার বিয়ের বাসর ঘর ছেড়ে বঙ্গবন্ধুর খুনের বিচারের দাবিতে মাঠে নেমেছে। ব্যক্তি হিসেবে নাসিম ওসমান জনপ্রিয় ছিল। বিএনপি-জামাত আমলে যখন আমাদেরকে কাটা রাইফেল দিয়ে হামলা করেছিল তখন নাসিম ওসমানের কাছে গিয়েছিলাম।  তিনি আমাদের কাটা রাইফেলের বদলে সেদিন একটি আল্লাহর সুরা লিখে দিয়েছিলেন।

গতকাল প্রয়াত এমপি নাসিম ওসমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফতুল্লা ৭ নং ওয়ার্ড ফকিরা গার্মেন্ট সংলগ্নে এই আয়েঅজন করা হয়। এসময় গরীব ২শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য আগেও করেছি, আরো করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পখাতে, শিক্ষাখাতে, সড়ক সহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছে। শামীম ওসমানকে আসন্ন নির্বাচনে এমপি বানাতে হবে। তিনি উন্নয়ন করেছে। আপনাদের জন্য আরো করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশকে আরে এগিয়ে নিয়ে যাবে। শামীম ওসমান মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করছে। যারা মাদক বিক্রি করে তারা শামীম ওসমান কর্মী হতে পারেনা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এহসানুল হাসান নিপু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি আজীজুর রহমান আজীজ, সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ফাইজুল ইসলাম ফাইজুল, জানে আলম বিপ্লব , সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি মহানগর স্বেচ্ছাসেবকলীগের মো. মানিক শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, দপ্তর সম্পাদক রফিকুল হাসান রেসিন, দক্ষিণ কায়েমপুর দারুস জামে মসজিদের সভাপতি মো. আবুল হোসেন,  যুবলীগে নেতা মো. ইকবাল হোসেন, সভাপতি গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা কাজী অহিদ আলম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের জহির ইলিয়াস মোল্লা, নজরুল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য নাদিম শেখ সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত