নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাজী আবদুর রউফ মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নকে করোনা সংক্রমন প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক এলবাম-৩০ প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে বঙ্গবন্ধু সড়কস্থ সংগঠনটির কার্যালয়ে এ প্রতিষেধক তুলে দেন শান্তি হোমিও হল এর কর্ণধার ডা. তাহেরা খানম। এসময় ঔষধ সমূহ গ্রহন করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, ও শরফ উদ্দিন সবুজ প্রমুখ।
ঔষধের কার্যকরিতা সর্ম্পকে ডা. তাহেরা খানম তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসের উপসর্গ হিসেবে ঠান্ডা, ঝড়, হাচি-কাশি, এজমা ও হাপানি রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ঔষধ সেবন করা হয়। করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিও নিয়ম অনুযায়ী আর্সেনিক এলবাম-৩০ সেবন করতে পারবেন। ঔষধ সেবন করার নিয়ামবলীর বিষয়ে জানান, সকালে খালি পেটে ৬টি করে বড়ি ৩ দিন এরপর ১০ দিন পর আবার সকালে খালি পেটে ৬টি করে বড়ি করে ৩ দিন পুনরায় ১০ দিন পর খালি খালি পেটে ৬টি করে বড়ি করে ৩ দিন সেবন করতে হবে। ঔষধ সেবনের দিন গুলোতে মধু ও আখের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে বলে জানালেন তিনি।