ম্যাগনাস স্কুলের ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ম্যাগনাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪ মার্চ) সকাল ১০ টায় পাইকপাড়া আদর্শ নগর বড় কবরস্থান সংলগ্ন ম্যাগনাস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডি আই জি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, বাচ্চাদের পড়াশোনার যত্ন করার জন্য পিতা মাতার ভূমিকা অপরিসীম, শুধু জিপিএ-৫ এর পিছনে বাচ্চাদের ছোটলে হবেনা।ভালো মানুষ হয়ে উঠতে হবে এই সমাজ তোমাদেরই গড়তে হবে।

তিনি আরো বলেন, মাদক ইভটিজিংকে না বলুন সবাইকে মাদকের বিরুদ্ধে এক যায়গায় আসার আহবান করেন। পরিশেষে তিনি ম্যাগনাস স্কুলের সাফল্য কামনা ও ছাত্র ছাত্রীদের সুন্দর ভবিষ্যত সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।

ম্যাগনাস স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।

আরো উপস্থিত ছিলেন, ম্যাগনাস স্কুলের সম্মানিত অধ্যখ্য জেসমিন আক্তার, পৃষ্ঠপোষক সামছুল আলম পিন্টু, মোরশেদ আলম চিন্টু, মো. জাকির হোসেন, মো. মাসুম, মো. আলম, মো. জাকির, মো. শরিফ, মোহাইমিনুল আহাম্মেদ রাতুল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত