মোশতাকরা বছর বছর জন্ম নেয় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, দুনিয়াতে শ্রীরামকৃষ্ণের মতরা প্রতি বছর বছর আসে না। বঙ্গবন্ধু একবার আসে। কিন্তু খোন্দকার মোস্তাকেরা বছর বছর আসে। ভাগ্য পরিবর্তনের জন্য নেতৃত্ব হাজার বছরে একবার আসে। মহামানবরা একবারই জন্ম নেয় কিন্তু খুনি মোশতাকরা বছর বছর জন্ম নেয় আর তাই আমাদের ভয়। আমরা তাই সতর্ক থাকতে চাই। এখন চারিদিকে মুজিববর্ষের আয়োজন আমার ভালো লাগে কিন্তু আবার ভয় লাগে কারণ এখন যেদিকেই তাকাই সবাই আওয়ামী লীগ। ৫ মার্চ (বৃহস্পতিবার) রাতে শহরের মিশনপাড়ায় শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, একবার চিন্তা করেন ৩১ বছর বয়সে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছিলেন বিধায় পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি দেশে এসে হত্যার মাধ্যমে হত্যা না শিখিয়েছেন। আমরা চেয়েছিলাম হত্যার প্রতিশোধ হত্যার মাধ্যমে। এ কথা সেদিন বলেছিলাম বলে ইদানিং অনেক কথা হচ্ছে। অস্ত্র অস্ত্র অস্ত্র। যারা আমার বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছেন, যারা ফ্রিডম পার্টি করে নারায়ণগঞ্জ দাবড়িয়ে বেড়িয়েছেন তাদের সঙ্গে আমি কী ফুল দিয়ে খেলবো। তাদের সঙ্গে কখনোই গণতন্ত্রের চর্চা হতে পারে না।

তিনি বলেন, আমার অস্ত্র নিয়ে এত কথা কিন্ত দেশে যখন আমাদের বার বার হত্যার চেষ্টা হয়েছে তখন। আমরা চেয়েছিলাম প্রতিশোধের কিন্তু শেখ হাসিনা বুঝিয়েছেন না। মানুষের জন্য কাজ করো। একটা সময় আমরা বুঝেছি না উনিই সঠিক।

এমপি শামীম ওসমান বলেন, আজকে আমার কষ্ট লাগে যখন দেখছি চতুর্দিকে ধর্মের নামে খেলা চলছে, সারা বিশ্বে, আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত। নারায়ণগঞ্জে সেটা সম্ভব হয় না। যতদিন বেঁচে আছি সেটা সম্ভব হবেও না। আমাদের সবচে বড় পরিচয় হলো আমরা বাঙালি।

তিনি বলেন, আমি আগে ধর্মের বই পড়তাম না। এখনো পড়ি। তাই বুঝি কীভাবে ধর্মটাকে নিয়ে ব্যবসা করা হয়। এই ব্যবসা বাংলাদেশ না, বিশ্ব মোড়লরা করে। এই ব্যবসাকে পুঁজি করে দুই ভাগ করে। ভাগ করে অস্ত্র বেচে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, রামকৃষ্ণ মিশন চাঁদপুর মঠ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ মঠ এর অধ্যক্ষ স্বামী একনাথনন্দ মহারাজ।

add-content

আরও খবর

পঠিত