মেয়র ওয়ার্ডবাসীকে স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করতে ভালবাসেন : মুরাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে উন্মুক্ত আলোচনা সভা বন্দর সোনাকান্দাস্থ সিটি কর্পোরেশনের মার্কেট সম্মুখে আয়োজন করা হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশ গ্রহণ নিশ্চিতকরণের লক্ষে জাইকার অর্থায়নে চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত। উন্মুক্ত আলোচনা সভা পরিচালনা করেন কাউন্সিলর সচিব মোঃ বুলবুল আহমেদ।

সভায় এলাকাবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সফল মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ভূয়সী প্রশংসা করে বলেন, আমরা ওয়ার্ডবাসী সিটি কর্পোরেশন থেকে যা চেয়েছি তার কিছুটা প্রতিফলন দৃশ্যমান হচ্ছে। আমাদের ওয়ার্ডে বর্তমানে শাখা রোডগুলোর অবস্থা খুবই নাজুক। সোনাকান্দা হাজী বাদশা মিয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি। ২০নং ওয়ার্ডের সৌন্দর্য বর্ধনের জন্য মেয়র মহোদয় ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটের স্থানটি পার্ক করার প্রতিশ্রুতি দিলেও তেমন অগ্রগতি প্রতিয়মান হচ্ছে না।

আ:লীগ নেতা শহিদ হাসান মৃধা জানান, সোনাকান্দা ২০নং ওয়ার্ড’স্থ  হোয়াট ক্লাবটি ছিল যুবকদের বিনোদনের একটি স্থান। সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় রাস্তা প্রসারিত করার সময় সেটি ভেঙ্গে ফেলে। এলাকাবাসীর স্বার্থে ক্লাবটি পুণরায় উজ্জিবিত করার দাবী জানাচ্ছি। পরিশেষে গোলাম নবী মুরাদ বলেন, আমার ওয়ার্ডবাসীর সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।

হোয়াট ক্লাব সোনাকান্দাই হবে আমি কথা দিচ্ছি তবে আপনারা সিটি কর্পোরেশনের কোন বেকার জায়গা থাকলে আমাকে অবহিত করবেন। সোনাকান্দায় আধুনিক ষ্টেডিয়াম হবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। মনে রাখবেন সবুরে মেওয়া পাওয়া যায়। এ ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। কেননা,মেয়র আইভি উন্নয়নের দিশারী। তিনি ওয়ার্ডবাসীকে স্বপ্ন দেখান না,স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালবাসেন। সিটিবাসীর দুঃখ-দূর্দশা লাঘবে নগর মাতা মেয়র আইভি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজ কল্যান কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসানুল ইসলাম,জাইকা প্রতিনিধি সাবিনা আক্তার,জাকির হোসেন,তাজরিব রহমত উল্লাহ,ভাষা সৈনিক আহসানুল হক মৃধা,সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগনেতা শহিদ হাসান মৃধা,এমএ কাইয়ুম,ফুটবলার আমান উল্লাহ আমান,দড়িসোনাকান্দা পঞ্চায়ে কমিটির সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন,সমাজসেবক ফজলে হক,ইয়া আলম,ইয়া হান্নান ও কাউন্সিলর সহকারী মো শাহীন মিয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত