নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে মো. ইরফান ইফু। নাসিক ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে রাতের আধাঁরে ঘরে ঘরে পৌছে দেয়া হবে এ সামগ্রী।
জানা গেছে, করোনা প্রাদুর্ভাবে কর্মহীণ হয়ে পড়া অসহায়দের জন্য ইতমধ্যে ১৫০টি পরিবারের জন্য প্যাকেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাকেটে তাদের জন্য রয়েছে খেজুর, ছোলা বুট, চিড়া, গুড় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান।