মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পাগলা ষ্টেশনের সদস্যরা। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ সচেতনতা ও সংরক্ষণের জন্য পাগলা ষ্টেশনের কোস্ট গার্ডের সদস্য তিনটি ভাগে বিভক্ত হয়ে মেঘনা নদীর মোহনা, চর বলাকী, মেঘনা ব্রীজের নিচে এবং আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মা ইলিশ ধরতে আসা জেলেরা কোস্ট গার্ডের সদস্যদের দেখে জাল নদীতে ফেলে রেখেই দ্রুত বেগে পালিয়ে। তাদের ফেলে রাখা জালগুলো কোষ্ট গার্ডের সদস্যরা নদী থেকে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকটি নৌকা আটক করে তাদের জাল জব্দ করা হয়।
মিডিয়া কর্মকতা হায়াত ইবনে সিদ্দিক জানান, আমাদের অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৪ তারিখ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ মিটার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ১ শ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ১৪ অক্টোবর থেকে আজ পর্যন্ত অভিযান পরিচালনা করে এ পর্যন্ত দেড় লাখ মিটার কারেন্ট জাল এবং ৬ জন জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জড়িমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত