মার্চে কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহন প্রসঙ্গে বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশী বন্ধু হারিয়েছে। অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।

add-content

আরও খবর

পঠিত