মামুন ও রাসেল মাঝির ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আল-মামুন মির্জা এবং রাসেল মাঝির ব্যক্তিগত উদ্যোগে গরীব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব রোধে কাজকর্ম বন্ধ করে ঘরে থাকা দিনমজুর ও অসহায়দের মাঝে চাল, ডাল, পেয়াজ, আলু ও তেল বিতরণ করা হয়। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জুম্মার নামাজের পরে এই কর্মসূচী পালন করা হয়। প্রতি পরিবারকে ৩ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু ও ১ কেজি ডাল দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আল মামুন মির্জা, আব্দুল্লাহ আল হাসান, আরাফাত হুসাইন মির্জা মাহমুদুল হাসান অপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আল মামুন মির্জা বলেন, এখনই সময় অসহায়দের পাশে থেকে এবং তাদের দু:খ গুলো ভাগ করে নেওয়া আর মহান রাব্বুল আল আমীনের কাছে মাফ চাওয়া যেনো করোনার মহামারী থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।

add-content

আরও খবর

পঠিত