মানুষের উপকার করতে রাজনীতি করি : আবু নাইম ইকবাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল ১৮ মার্চ সোমবার বিকালে পৌরসভার সাহাপুর গোয়ালপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠক করেছেন।

গৌরাঙ্গ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে মানুষের উপকার করতে রাজনীতি করি এমন মন্তব্য করে আবু নাইম ইকবাল বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের উপকার করা। এই আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতি শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। আল্লাহর ইচ্ছায় আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরো ব্যাপক ভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারবো। শুধুমাত্র এই আশাটুকু নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে মৃত্যু পর্যন্ত যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি সেজন্য সকলের কাছে আমি দোয়া চাই।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী, পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান মধু, দুলাল মিয়া ও পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর রুমা আক্তার, সালমা আক্তার ও গরীবে নেওয়াজ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, নারু বাবু, রাসেল, মশিউর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ আবু নাইম ইকবালকে সমর্থন দেয় এবং আগামী ৩১ শে মার্চ সবাই তালা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার করে।

add-content

আরও খবর

পঠিত