মহিলা কলেজের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের চাষাড়াস্থ সরকারী মহিলা কলেজ থেকে জেলা পরিষদের ডাকবাংলো সড়ক পর্যন্ত আরসিসি ডিপ ড্রেন কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুুপুর ১২টায় এই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় তিনি দীর্ঘ দিনের সরকারি মহিলা কলেজের পানি বন্দী সমস্যা মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।

সরকারী মহিলা কলেজ হয়ে চাষাড়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলো হয়ে তোলারাম কলেজের সামনের ড্রেনের সাথে সংযোগ এই আরসিসি ডিপ ড্রেন নির্মাণ কাজে প্রায় ১২ লাখ টাকা ব্যয় করা হবে। উদ্বোধনে উপস্থিত ছিলেন, সরকারী মহিলা কলেজের অধ্যাপক বেদৌরা বিনতে হাবিব , উপাধ্যক্ষ প্রফেসর মো. দবিউর রহমান, নাসিক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হক, ঠিকাদার আরিফ, হযরত শাহ সুলতান প্রমুখ।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, টানা বৃষ্টিতে প্রায় সময় এই সরকারী মহিলা কলেজের ভিতরে বাহিরে পানি বন্দী হয়ে থাকতো। এই ড্রেনটি নির্মাণ শেষ করা হলে, মহিলা কলেজের সকল শিক্ষার্থীদের কষ্ট লাগব হবে।

add-content

আরও খবর

পঠিত