মসজিদের রাস্তা বন্ধ করে ভবন নির্মান সামগ্রী রেখে যান চলাচলে বিঘ্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪( বন্দর প্রতিনিধি ): বন্দর শাহী মসজিদ এলাকায় সিটি কর্পোরেশনের ব্যস্ততম রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ কাজ করছে দুলাল হোসেন নামে এক স্কুল শিক্ষক। স্কুল শিক্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে ভবন র্নিমাণের কাজ করায় ওই রুটে যান চলাচল  ব্যাপকবিঘ্ন ঘটছে। পথচারী জন সাধারণকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বন্দর শাহী মসজিদ এলাকার জনৈক বাসিন্দা জানান,একজন শিক্ষকের কান্ডজ্ঞানহীন ভূমিকা সত্যিকার অর্থেই বেমানান। বন্দর শাহী মসজিদ পল্লী বিদ্যুতের মোড়টি হচ্ছে অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। এইখান দিয়ে প্রতিদিন হাজার হাজার হাল্কা ও ভারী যানবাহনসহ লাখ লাখ জন সাধারণ চলাচল করে থাকে অথচ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুলাল হোসেন রাস্তার উপর ইট-বালি-কংক্রিট ফেলে রেখে জন দুর্ভোগ সৃষ্টি করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

তার কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে উঠছে এলাকাবাসী। বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত। এ ধরণের কান্ডজ্ঞানহীণ ব্যাক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করে শাস্তি কিংবা জরিমানা ধরা উচিত। যাতে তার ঘটনা থেকেই অনেকেই শিক্ষা পায়।

add-content

আরও খবর

পঠিত