নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, প্রয়াত মফিজ চাচা রাজনীতিতে আমাদের একজন প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। মফিজ চাচা আমাদের তার সন্তানের মত ভালোবাসতেন। তিনি আমাকে আদর করে মাই সন বলে ডাকতেন। তার এত বড় রাজনীতি জীবনে কারো সাথে খারাপ আচরণ বা মুখ কালো করে কথা বলেননি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক আহ্বায়ক ও ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি নিজেকে মফিজুল ইসলামের ভাতিজা নয়, সন্তান দাবি করে সকলের কাছে মরহুমের জন্য দোয়া চেয়ে বলেছেন, তিনি কতটা ত্যাগী ছিলেন তার স্বাক্ষী আমি। উনি মনোনয়ন চেয়েছেন। নেত্রী ছেড়ে দিতে বলাতেই তিনি তা ছেড়ে দিয়েছেন। একবার তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি চূড়ান্ত। তখন নাজমা আপা তার কাছ থেকে পদটি চাওয়াতে তিনি তা ছেড়ে দিয়েছিলেন। আজকাল এমন মানুষ হয় না।
এ সময় স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ইকবাল পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরীন বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, প্রয়াত মফিজুল ইসলামের বড় সন্তান মাহফুজুল ইসলাম রানা, ছোট সন্তান জেলা আওয়ামীলীগের সদস্য রাজন, নাতি মাহির ইসলাম, সোহেল করিম রিপন ও আল মামুন ইমন প্রমুখ।