নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ২১ শের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সোনারগাঁ উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগণ। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই মহান শহীদদের স্মরণে বৃহস্পতিবার প্রথম প্রহরে জেগে উঠেছে সোনারগাঁয়ের সকল শহীদ মিনার।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
পরে উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা পুলিশ, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও থানা প্রেস ক্লাব, উপজেলা কর্মচারী ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, কালের কন্ঠের শুভ সংঘের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নিজস্ব ক্যাম্পাসের শহীদ মিনারে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।