নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল। নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে।
এসময় মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারব সম্পাদক মন্তুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান দেয়া হয়। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার থেকে শুরু করে গলাচিপা এলাকা পর্যন্ত মিছিল করে তারা ।