নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর প্রধান নির্বাহী গাজী মুক্তার বলেছেন, আমরা ব্যবসা করতে এসেছি। সকলের সহযোগিতা প্রত্যাশা করি। নারায়ণগঞ্জবাসী আমাদের ভালোভাবেই গ্রহণ করবেন বলেই বিশ্বাস করছি। হয়তো যে ভুল বোঝাবুঝি হয়েছিলো তা ধীরে ধীরে সবাই বুঝতে পারবে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমরা শহরবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে সাংবাদিক সমাজের সহযোগিতা আমরা সব থেকে বেশি প্রত্যাশা করছি। তারপরও বলবো, আমাদের এখানে যদি অবৈধ কোনো কিছু কখনো দেখেন, সেসময় না হয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। শুধু এটুকু কথা দিচ্ছি, এখানে অবৈধ কোনো কিছুই হবে না।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চাষাড়া বালুর মাঠ এলাকায় কেক কেটে ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্লু পিয়ার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনপূর্বক বক্তব্যে তিনি ওই কথা বলেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের সকল সাংবাদিকেরা তাদের ফ্যামেলি নিয়ে ব্লু পিয়ার রেস্টুরেন্ট খেলে ৩০ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা সবসময়ের জন্যই থাকবে। এখানে আন্তর্জাতিক মানের ম্যানু সমৃদ্ধ খাবার পরিবেশ করা হবে। এই নারায়ণগঞ্জে প্রায় ৭শ ফরেনার প্রতিদিনই কাজে আসে। মূলত তাদের কথা মাথায় রেখেই এই রেস্টুরেন্টটি করা। এখানে চাইনিজ, থাইসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অত্যন্ত পরিচিত ম্যানু পাওয়া যাবে।