ব্রাইট সোনারগাঁ-কর্তৃক দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিক মন্তব্য করে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠি যেন সুবিধা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়ামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট সোনারগাঁ আয়োজিত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য সরকারের অনেক উদ্যোগ রয়েছে, সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেজন্য ব্রাইট সোনারগাঁসহ যেসব সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে। ব্রাইট সোনারগাঁ যে মহৎ উদ্দেশ্য নিয়ে সামাজিক কাজ করে যাচ্ছে তা অব্যহত থাকুক। আমাদের সকলের উচিত ভালো কাজে তাদের সহযোগিতা করা।

ব্রাইট সোনারগাঁ সংগঠনের সভাপতি সাংবাদিক আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার শাহানারা আঁচল, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মণি, ব্রাইট সোনারগাঁ সংগঠনের সাধারন সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

উপজেলা ডেভেলপমেন্ট অফিসার শাহানারা আঁচল বলেন, এরকম ছোট ছোট ভালো উদ্যোগেই একটি সমাজ সুন্দর হয়। সামাজিক কাজে ব্রাইট সোনারগাঁ এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই যে মহৎ উদ্দেশ্য নিয়ে ব্রাইট সোনারগাঁ এগিয়ে যাচ্ছে তাদের পথচলা অবিরত হোক।

সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মণি বলেন, সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে। ব্রাইট সোনারগাঁ যেভাবে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের কাছে গিয়েছে এ জন্য এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। পরে, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত