বের হবেন না, ঘরে খাবার পৌছে দিব : কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এসব মানুষদের ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছে ওয়ার্ড  কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার রাতে নাসিক ১৩নং ওয়ার্ডের মাসদাইর আদর্শ স্কুল হতে এ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ইতমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রদত্ত ৫০০ পরিবারকে দেয়া ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এরই ধারনাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অসহায় দিন মজুর/রিক্সা চালক/ভ্যান চালক/ গার্মেন্টস কর্মী/কাজের বুয়া/প্রতিবন্ধী/নিম্নমধ্যবিত্তদের তালিকা করে ৪,৯১১ টি পরিবারের নাম জরিপ করা হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর খোরশেদ বলেছেন, আজ মাসদাইর আদর্শ স্কুল হতে (ক্রমিক নং-১) শুরু করেছি।  পর্যায়ক্রমে বাকী পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যোগেও সংগৃহিত ত্রাণ থেকে ১৩নং ওয়ার্ডে জরিপ অনুযায়ী প্রতিটি মহল্লায় ত্রাণ বিতরণ করা হবে। তাই বের হবেন না ঘরে থাকুন। ধৈয্য ধরুন। পর্যায়ক্রমে প্রতিটি ঘরে আমরা খাবার পৌছে দিব।

add-content

আরও খবর

পঠিত