নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নাম আমিনুল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই সোমবার বক্তাবলীর ফেরী ঘাট এলাকা থেকে দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল লালমনির হাট জেলার সদর থানার কালামাটির আলমের ছেলে। সে মুসলিমনগর নয়াবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে বিসিক এলাকায় জীবন নামের একটি গামেন্টসে কাজ করতেন।
এ বিষয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির উপ পরিদর্শক মতিন জানান, নিহত গার্মেন্ট শ্রমিক আমিনুর রবিবার ৩ বন্ধুর সাথে বক্তাবলী ফেরিঘাট এলাকায় গোসল করতে নামে। সেই সময় লঞ্চের প্রবল ঢেউয়ে আমিনুল তলিয়ে যায়। সংবাদ পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিরা আমিনুলকে উদ্ধারের চেষ্টা চালায়। সোমবার ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।