নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, এই করোনাকালে বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করছেন। কেউ এক টাকা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন কেউবা এক লাখ দিয়ে। যে যার যার সামর্থ্য, শ্রম, মেধা দিয়ে কাজ করছেন। বীর বাহাদুর খেতাব পাওয়া বড় বিষয় নয়, মানুষের জন্য কাজ করাটাই মুখ্য বিষয়। মঙ্গলবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের দুই নম্বর গেইট এলাকায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর চারণভূমি এই নারায়ণগঞ্জ। ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নারায়ণগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর আত্মজীবনীতে লেখা আছে বায়তুল আমানে আলোচনা হয়েছে। পরবর্তীতে পুলিশের সমস্যার কারণে সভাটি পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু মিউচুয়াল ক্লাবে বহুবার এসেছেন।
ভিপি বাদল বলেন, আওয়ামী লীগের এই চারণভূমিতে দাড়িয়ে আজকে গর্ববোধ করছি। করোনায় যারা আমাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নেক হায়াত দেন, মানুষের সেবা করার তৌফিক দেন এই দোয়া করি। যারা এই কোভিড যুদ্ধে সম্মুখভাগে কাজ করছেন তাদের সকলের প্রতি আমরা ঋণী থাকবো।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি আব্দুল কাদির, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ প্রমুখ।