বিশুদ্ধ পানির দাবিতে ওয়াসা কার্যালয় ঘেরাও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে দুর্গন্ধযুক্ত পানি বন্ধসহ বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও ওয়াসা কার্যালয় ঘেরাও কর্মসূচী পালণ করেছে ২০নং ওয়ার্ডবাসী। সোনাকান্দা পানির ট্যাংকি সংলগ্ন সোনাবিবি রোডে আয়োজিত প্রতিবাদমুখর ওই কর্মসূচীতে ওয়ার্ডের সোনাকান্দা,দড়ি সোনাকান্দা,পশ্চিম হাজীপুর,মাহমুদনগর,বেপারীপাড়া ও ফরাজীকান্দাসহ সর্বস্তরের নারী-পুরুষ,আবাল-বৃদ্ধ বণিতা অংশ নেয়।

মাববন্ধনে বক্তারা বলেন,পানি অপর নাম জীবন। সেই পানি-ই যদি আমরা না পাই তাহলে জীবন বাঁচবে কি করে। আমরা প্রতি মাসে ওয়াসার বিল দিয়ে যাই অথচ একঁেফাটা পানিও পাইনা। তাছাড়া কিছু কিছু সংযোগে পানির অস্তিত্ব মিললেও তা একেবারেই ময়লা-আবর্জণা ও মলমূত্রযুক্ত। দীর্ঘ দিন ধরে ওয়াসা কর্তপক্ষের দায়িত্বহণীতার কারণে ২০নং ওয়ার্ডসহ গোটা বন্দরের আপামর জন সাধারণ সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে দিনাতিপাত করছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী ২০নং ওয়ার্ডবাসীস্থানীয় সংষদ সদস্য ও মেয়রসহ ওয়াসার উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

অন্যথায় কঠোর আন্দোলনের হংকার দেয়া হয়। মানববন্ধনে অংশ নেন সোনাকান্দা বড় মসজিদ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি ফজলুল হক ফজল,দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মেহবুব হাসান স্বপন,মোঃ শাহরী,সালমা বেগম,মোঃ রাহেল, মোঃ সাগর,মোঃ বাপ্পী,ফাহিম হোসেন,বাবু,মোঃ পারভেজ,মোঃ আলম, সাফাত ইসলাম, মোঃ নিলয়, ফরহাদ হোসেন,মাসুদ মিয়া, ফয়সাল ইসলাম,মোঃ সুমন,দিপু মৃধা,প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত