বিএনপি বয়কট করেনি, ভোটাররা করেছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ আইনজীবী স‌মি‌তি নির্বাচনের আ‌গের দিন বিএন‌পি পন্থি আইজীবী‌দের নির্বাচন বর্জন প্রস‌ঙ্গে এম‌পি শামীম ওসমান ব‌লেছেন, বিএনপি বাবের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু আরা দেখলাম নির্বাচন কমিশনারের এখতিয়ার আছে। বারের নির্বাচন কোথায় হবে, কবে হবে এসব সিদ্ধান্ত সুপ্রিমকমপ্লিউটিব জানেন। যেমন সিটি নির্বাচন কীভাবে হবে সবাই দাবি তুলেছিলো প্রধানমন্ত্রীসহ কিন্তু সেই সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন কমিশনারই নিয়েছেন। কারণ এটা উনাদের এখতিয়ার। আর এখতিয়ারের কারণে বারের নির্বাচনে বিএনপি ভোট বয়কট করেছে। আসলে বিএনপি ভোট বয়কট করেনি, ভোটাররা তাদের বয়কট করেছে, এটাই এর প্রমাণ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে দুই টার দিকে আদালত প্রাঙ্গণে নবনির্বাচিত আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপি বয়কট করার পরেও আরো অনেকেই অনেক ধরনের খেলা খেলার পরেও ৯২০ টা ভোটের মধ্যে ৬৩২টা ভোট অর্থাৎ ৭০ পার্সেন্ট এর উপরে ভোট এসেছে। এবং আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই ভোটের মাধ্যমে যারা বিজয় হয়েছেন তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে। সে দায়িত্ব অতীতের চেয়েও আরো কঠিন ভাবে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার্থে তারা যেন আরো ভালো ভূমিকা রাখেন সে জন্য দোয়া করি।

এসময় উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন, এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, না.গঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নবনির্বাচিত সভাপতি মো. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, এডভোকেট রাশেদ ভূঁইয়া, এডভোকেট সুজন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, নির্বাচনের আগের দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোটগ্রহণের স্থান পরিবর্তন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপনসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা। একই সাথে এদিন নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভও করেছেন তারা।

add-content

আরও খবর

পঠিত