বিএনপি-আওয়ামীলীগ বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে : সাকী

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (বন্দর প্রতিনিধি) : গণসংহতি আন্দোলনের প্রধাণ সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন,বিএনপি-আওয়ামীলীগ বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে,তাদের অভ্যন্তরীণ বিবাদের ফলে আমরা বৈশ্বিক দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছি। বর্তমান সরকারের উপর মানুষের আস্থা নেই বলে মানুষ এখন স্বার্থপর আচরণ করছে। সবাই সবার পায়ে ল্যাং মেড়ে সামনে যেতে চেষ্টা করছে, সবার ধারণা সরকার তাদের নাগরিক অধিকার রক্ষা করছে না।

২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন বন্দর থানা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকী আরো বলেন, দেশের মানুষ অত্যাচারিত ও নীপিড়িত উল্লেখ করে তিনি আরো বলেন, চাকুরী থেকে শুরু করে সকল নাগরিক সুবিধা এখন সরকার পন্থা অবলম্বনকারীদের জন্য। এমনকি দেশের অধিকাংশ মিডিয়া, আদালত এখন সরকার নিয়ন্ত্রিত। এইমাত্র ঢাকায়  আমাদের একটা অনুষ্ঠান থেকে সংবাদ পেলাম সেখানে নাকি পুলিশ ফেব্রুয়ারি মাসের দোহাই দিয়ে মাইক ব্যবহারে নিষেধ করছে। কিন্তু কেন? ২০১৪ সালে গনজাগরণ মঞ্চকারীদের  ফেব্রুয়ারি মাস কোথায় ছিলো তখন। এ সরকার মানুষের সর্বস্ব গ্রাস করেছে এমনকি ভোটাধিকারও।

গণসংহতি আন্দোলন বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে সবসময় অন্দোলনের ঝড় তুলেছে, আগামীতেও তা অক্ষুন্ন রাখবে। গণসংহতি আন্দোলন বন্দর থানা শাখা’র আহবায়ক মোঃ কাউছার হামিদের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণসংহতি আন্দোলন নারায়নগঞ্জ জেলা শাখা’র আহ্বায়ক তরিকুল সুজন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্দর থানা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব সাইদ হীরা। প্রসঙ্গত: মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই গণসংহতি আন্দোলন এর এ কর্মসূচী। পরিশেষে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে একটি পাঠাগার উদ্বোধন করেন

add-content

আরও খবর

পঠিত