বাড়ছে তাপমাত্রা, ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বেশ কিছুদিন শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা বেড়েছে সারা দেশে। মাঘের শেষ সময়ে প্রায় যাই যাই করছে শীত। তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৬ই ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, এর আগে ৫ই ফেব্রুয়ারি শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং  ৬ ফেব্রুয়ারি শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল।

add-content

আরও খবর

পঠিত