নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, আমাকে নারায়ণগঞ্জ থেকে বিতারিত করার অনেক চেষ্টা হয়েছে, আমার ব্যঙ্গাত্বক ছবিও সাটানো হয়েছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। তারপর তারা ব্যর্থ হয়ে রাতারাতি সেই সাটানো ছবিও নামিয়ে ফেলেছে। ন্যায় ও সততা থাকলে আপনার বিজয় অবশ্যাম্ভাবি। আর আমার বাবা আমাকে শিখিয়েছেন যেখানে অনিয়ম সেখানে প্রতিবাদ । আমি আমার বাবার আদর্শ অনুস্বরন করে স্বার্থকতাও পেয়েছি। ভাল কাজ করলে জনগন পাশে থাকে তা আমি পরিক্ষীত। আজ এত সুন্দর পরিবেশে এই খেলার আয়োজন কারীদের আমি সাধুবাদ জানাই। ২৯ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বন্দরের কদম রসুল কলেজ মাঠে বন্দর উপজেলা ক্রীড়া কল্যাণ পরিষদ আয়োজিত নূরউদ্দিন আহম্মেদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলার উদ্বোধন করেন ইপিলিয়ন প্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ডান্ডি হচ্ছে এই নারায়ণগঞ্জ। এই নারায়ণঞ্জের মাটিতে বিভিন্ন দেশের বড়বড় ব্যবসায়ীরা আসত ব্যবসা করতে। বড়বড় রাজনীতিক ব্যাক্তিত্বও এই নারায়ণগঞ্জ থেকে সৃষ্টি। অতএব এই নারায়ণগঞ্জের অনেক সুনাম রয়েছে। আমাদের এই সুনামকে ধরে রাখতে হবে। এই নারায়ণগঞ্জের অনেক খেলোয়ার জাতীয় দলে খেলেছেন। খেলাধুলায় মনোনিবেশ করলে একসময় আপনারা সেই পূর্বের দিনটিকে আবারও ফিরে পাবেন। বিত্তবানরা যদি রিয়াজ উদ্দিন আল মামুনের মতো পৃষ্টপোষকতা করে বিভিন্ন খেলার আয়োজন করে তবে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ হয়ে যাবে। একমাত্র খেলাধুলাই পারে একটি সমাজকে মাদক থেকে দূরে রাখতে। আমি নারী হয়ে প্রতিবাদ করে নারায়ণগঞ্জের রাজনীতিতে টিকে আছি। মনে রাখবেন ভাল কাজ করলে আর ভাল সঙ্গ দিলে কখনো মন্দ লোকেরা আপনার কিছুই করতে পারবে না। এক সময় দেখবেন মন্দলোকরাই ভাল কাজের দিকে ঝুকে পড়বে।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আাউর রহমান মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ বঙ্গবীর সংসদ ও বন্দরের নৌবাহিনী ডক ইয়ার্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম. নিয়ামত আলী, লায়ন প্রকৌশলী এম.এ ওহাব, মোঃ জুনাইদ আবু সারেহ মুসা, আশরাফ আলী চৌধুরী, অধ্যক্ষ মাহতাব উদ্দিন,নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া। খেলার আহবায়ক হিসেবে ছিলেন রফিকুর রহমান কাজল, ক্রীড়া সম্পাদক শিপলু ভূইয়া, ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি আলী আজহার তৌফিক, সাধারণ সম্পাদক বাবু সারোয়ার প্রমুখ।