বাংলাদেশে এসেছে ভারতের উপহারের করোনার টিকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে দেশে এসে পৌঁছেছে। ২১শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটে মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার এআই ১২৩২ নম্বর ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে শাহজালালে অবতরণ করে। বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন করোনার টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে উপহার।

বিমানবন্দর থানার পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, বিমান বন্দরের নম্বর গেটে রয়েছে পুলিশের স্কট টিম। বিশেষ কাভার্ডভ্যানে করে টিকাগুলো তেজগাঁও ইপিআই স্টোরে পৌঁছে দেওয়া হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ভ্যাকসিন এয়ার ইন্ডিয়ার এআই ১২৩২ নম্বর ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। এখানে থেকে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানে পাঠিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জেলা স্টোরে আপাতত এই ভ্যাকসিন সংরক্ষণ করা হবে। বিমানবন্দর থেকে সরাসরি এই স্টোরে চলে আসবে ভ্যাকসিনগুলো।

এর আগে ২০ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। টিকা দেওয়া হবে সারাদেশে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনার টিকার প্রথম চালান আসবে। এর আগেই ভারতের দেওয়া উপহারের টিকার ২০ লাখ ডোজ দেশে এলো।

add-content

আরও খবর

পঠিত