বরফকল হাট চালু করার দাবিতে জেলা প্রশাসন ও এমপির হস্তক্ষেপ কামনায় গরু বেপারীদের আর্তনাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বরফ কল মাঠে হাট চালু করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও এমপি শামীম ওসমানের কাছে অনুরোধ জানিয়ে গরু বেপারীদের আর্তনাদ ও এলাকবাসীর মধ্যে বিরাজ  করছে ক্ষোভ। কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও বরফকল হাটে গরু নিয়ে হাজির হলেও এখানে হাট বসবেনা শুনে চরম বিপাকে পড়েছে গরু ব্যবসায়ীরা। গত বুধবার ৩১ আগস্ট বিকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঐতিহ্যবাহী  নারায়ণগঞ্জ বরফকল হাটে শত শত গরু নিয়ে আসতে শুরু করে গরুর ব্যপারীরা। কিন্তু দুর্ভাগ্যবশত গরু নিয়ে আগত এসব বেপারীদের এখন ভোগ করতে হচ্ছে হয়রানী। তাছাড়া র্নিধারিত কোন আশ্রয় কেন্দ্র না পেয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা।

জানা গেছে, গত শনিবার নাারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে ৩০ বছরের ঐতিহ্য বরফকল হাটে আগত গরু বেপারীদের ১,২০,০০০ টাকার একটি ষাড় গরু নিয়ে কিছু দুস্কিৃতীকারী লোক পালিয়েছে বলে অভিযোগ করেছে এক গরূ বেপারী। এ ব্যাপারে ভুক্তভোগী সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছে যার নং-১৫১, তাং-৩.৯.২০১৬ ইং।

ফরিদপুর থেকে বরফকল ঘাটে আগত এক গরু বেপারী জলিল মোল্লা আর্তনাদ করে বলেন, ৮০ সাল থাইক্কা এই হাটে গরু নিয়ে আহি, এখন আমরা এই গরু গুলি নিয়া কই যামু, কোনো হাট চিনিনা এখানকার রাস্তা ঘাট চিনিনা। আমাগো লইগ্গা কিছু করেন। আমাগো কাছে টাকা পয়সাও নাই, এই হাটে আসলে হাটের লোকেরাই আমাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করত। টাকা পয়সা লাগলে সাবেগো (হাট পরিচালনাকারীদের) কাছ থেকে নিতাম। পরে গরু বেইচ্চা টাকা পয়সা দিয়া যাইতাম। আমরা সবকিছু বেইচ্চা, অনেকের কাছ থাইক্কা টাকা হাওলাদ লইয়া এই হাটের উদ্দেশ্যে আইসি। আমাগো দাবি এহানকার জেলা প্রশাসক ও এমপি কাছে ওনারা যেন এই হাটকে চালু করে দেয়। আমাগো অহন কোন জায়গায় যাওয়ার সার্মথ নাই। শুধু এইবারের লইগগা আমাগো গরিব মানুষের দিকে তাকাইয়া এই হাটটি চালু করুক এরপর আর নারায়ণগঞ্জে গরু নিয়া  আমুনা।

এ ব্যাপারে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, মেয়রের সুদৃষ্টি একান্ত কাম্য। কেননা উনার নিজস্ব লোক এই হাটটিতে অবস্থান নিতে পারে না  বিধায় তিনি ষড়যন্ত্রমূলকভাবে এই হাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।  এই বরফকল হাট আমাদের ৩০ বছরের ঐতিহ্য। আমাদের কোরবানির গরু কিনার জন্য সবচেয়ে নিকটবর্তী স্থান এটা। বর্তমানে গরু কিনার পরে গরু পালন ও রাখা নিয়ে বিরাট ঝামেলা পোহাতে হয়। এই হাটটি থাকায় আমরা কোরবানি ঈদের আগের দিন অথবা সকালেও গরু কিনে নিয়ে কোরবানি দিতে পারি।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা জানান, আইভী এই হাট নিয়ে রাজনীতি করছে। কিন্তু আমরা গরীবের পেটে লাথি মারার রাজনীতি করতে দিব না। তিনি ভুলে গেছেন এই নগরবাসীর ভোটেই তিনি আজ মেয়র। গরীবের পেটে লাথি মেরে কখনোই ভালো থাকা যাযনা। আমরা আমাদের গরীব গরু বেপারীদের জন্য অবশ্যই এগিয়ে আসবো। এটা আমাদের ঐতিহ্যের লড়াই। যা আমাদের রক্ষা করতে হবেই। তাই আমি মেয়রকে চ্যালেঞ্জ করলাম আমরা সকলকে সাথে নিয়ে এই হাট অতি শিঘ্রই চালু করবো।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে এবার ৪টি হাট বসছে না। এরমধ্যে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে শীতলক্ষ্যার তীরে টেন্ডার আহবান করা হাটটি বাতিল করা হয়েছে। এছাড়া নগরবাসীর স্বার্থে শহরের আরো ৩টি পশুর হাট এবার বাতিল করা হয়েছে। নাসিক সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোট ১৪টি স্পটে অস্থায়ী পশুর হাটের আহবান করা হয়। যার মধ্যে ৩টি স্পট উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পারে রয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত