বন্দরে ৯৬ ক্যান বিয়ারসহ চালক জহিরুল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৯৬ ক্যান বিয়ারসহ  জহিরুল ইসলাম (২৮) নামে এক চালকে গ্রেফতার করলেও পালিয়েছে অপর মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোরে বন্দর উপজেলা মদনপুর মোড়স্থ এহসান উদ্দিনের খাবার হোটেলের সামনে থেকে প্রাইভেটকারসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৪(৬)১৮।

জানা গেছে, বন্দর থানার এএসআই হুমায়ন ভূঁইয়াসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ৫টায় মদনপুর এলাকায় একটি খাবার হোটেলের সামনে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ঢাকা মেট্রো গ ১৯-০১২৫ নাম্বারে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৪টি কাটুনে ভর্তি ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নড়াইল জেলার লোহাগড়া থানার পাংখার চর এলাকার ফারুক শেখের ছেলে প্রাইভেটকার চালক জহিরুল ইসলামকে গ্রেফতার করে। ওই সময় প্রাইভেটকারে থাকা দেলোয়ার হোসেন নামে এক  মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

add-content

আরও খবর

পঠিত