নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৪৯নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান (৬) ও সিফাত (৫) বাড়িতে যাওয়ার সময় নির্মানাধীন ভবন থেকে সেন্টারিং কাঠ পড়ে রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বন্দর থানার আমিন আবাসিক এলাকার ৪নং গলীর প্রবাসী মিজানুর মিয়ার ভবনের সামনের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবু সুফিয়ানকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।এ ব্যাপারে আহত স্কুল ছাত্রের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দর থানার আমিন আবাসিক এলাকার কাজী আলী মিয়ার বাড়ী ভাড়াটিয়া লিটন মিয়ার ছেলে আবু সুফিয়ান ও একই এলাকার রফিক মিয়ার বাড়ী ভাড়াটিয়া বিল্লাল হোসেন মিয়ার ছেলে সিফাত ৪৯নং বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এ সুবাদে তারা প্রতিদিনের মত মঙ্গলবার বেলা ১১টায় স্কুল ছুটি শেষে বাড়ী যাওয়ার জন্য রওনা হয়।
পরে স্কুল ছাত্ররা আমিন আবাসিক সৌদি প্রবাসী মিজানুর মিয়ার নির্মানাধীন ৪ তলা ভবনের সামনে রাস্তায় আসলে ওই সময় নির্মানাধীন ৪ তলা ভবন থেকে সেন্টারিং এর কাঠ রাস্তায় পড়ে গিয়ে উল্লেখিত স্কুল ছাত্ররা মারাত্মক ভাবে আহত হয়।
এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ী পরিদর্শক এমদাদ হোসেন জানান, আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করেছি। দূর্ঘটনার পর কন্ট্রাকটার হাবু পলাতক রয়েছে। এ ব্যাপারে স্কুল ছাত্রের পিতা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছি।