বন্দরে ২৫টি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের প্রস্তুতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে স্বত:স্ফূর্তভাবে সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয়া দূর্গোৎসব উদযাপন শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে সামনে রেখে বন্দরে আইন শৃঙ্খলা বাহিনী পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। বন্দরে অধিক গুরুত্বপূর্ন পূজা মন্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য ২ জন কনেষ্টেবল এবং  গুরুত্বপূর্ন ও সাধারন পূজা মন্ডপের জন্য ১ জন কনেষ্টেবল নিয়জিত থাকবে।  এছাড়াও  প্রতিটি পূজা মন্ডপের নজরদারী রাখার জন্য ১ জন এসআই ও একজন এএসআই দায়িত্বে থাকবে। বন্দর থানা পুলিশ ও ৩৪ জন কনেষ্টেবল এবং ১শত ৫০ জন আনসার ২৫টি পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

শারদীয় দূর্গাাপুজা উপলক্ষে বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন,বারো মাসে তের পর্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া দূর্গাপূজায়ই বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে দূর্গা স্বাধীনতার প্রতীক হিসাবে জাগ্রত হয়। আর স্বাধীনতার পর এই পূজা পৃথিবীর অন্যতম প্রধান উৎসবের মর্যাদা পায়। সরকারী বা জাতীয়ভাবে এই উৎসবকে দূর্গাপূজা বা দূর্গা উৎসব হিসাবে অভিহিত করা হয়। পুলিশ সদস্য ও আনসারদের উদ্দেশে তিনি আরো বলেন,আপনারা নির্বিঘেœ শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কোন রকম হেয়ালীপনা বরদাস্ত করা হবে না।

পূজা মন্ডপে যে কোন রকম সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমসহ বন্দর থানাকে অবহিত করবেন। আমরা শান্তিপূর্ন ভাবে বন্দরে শারদীয়া দূর্গোৎসব সম্পন্ন করতে চাই। মনে রাখবেন পুলিশ জনগনের বন্ধু। আপনাদের কোন গাফিলতিতে যেন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। আমাদের মনে রাখতে হবে বন্দরে ২৫টি পুজামন্ডপে পুলিশ সদা সতর্ক থাকবে।

বন্দরে ২৫টি পূজামন্ডপ রয়েছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের বৃন্দাবন চন্দ্রের মন্দির, ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরী দেব মন্দির, মাতীর্থ লাঙ্গলবন্ধ উৎসব সেবা কেন্দ্রীয় কমিটি দূর্গাপূজা মন্ডপ, তিলক যাত্রী নিবাস, লাঙ্গলবন্ধ রাজঘাট পূজামন্ডপ, লাঙ্গলবন্ধ যুব সংঘ জয়কারী মন্দির ঘাট, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ জহরপুর, শ্রী শ্রী কৃষœ ও শিব মন্দির দূর্গা পূজা মন্ডপ সিটি কলোনী ২৩ নং ওয়ার্ড, একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, বন্দর বাজার শ্রী শ্রী দুর্গা পূজা মন্দির ২২ নং ওয়ার্ড, গোপীনাথ জিওর আখরা দূর্গা পূজা মন্ডপ  বাবুপাড়া, শ্রী শ্রী লাল জিউর মন্দির বাবুপাড়া, লাল জিউর আখরা দূর্গাপাূজা মন্ডপ মদনগঞ্জ ১৯ নং ওয়ার্ড, সাবদী দিঘলদী পূর্বপাড়া শ্মশানঘাট দূর্গা পূজা মন্ডপ কলাগাছিয়া ইউনিয়ন।

র‌্যালী লের্জাস সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ২২ নং ওয়ার্ড ১নং খেয়াঘাট, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির সাবদী বাজার দূর্গা পূজা মন্ডপ কলাগাছিয়া, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সাবদী বাজার দূর্গা পূজা, শ্রী শ্রী রক্ষা কালিমন্দির পূজামন্ডপ সোনাকান্দা ঋষিপাড়া,জামাইপাড়া প্রজন্ম সংগঠন দূর্গা পূজা মন্ডপ ২২নং ওয়ার্ড, কলাগাছিয়া শুভকরদী দূর্গা পূজা মন্ডপ, গোবিন্দকুল দাশেরগাও শিব ও দূর্গা পূজা মন্ডপ, মুসাছুর ইউনিয়ন, সনাতন সেবা সংঘ একরামপুর ইস্পাহানী বাজার ২৩ নং ওয়ার্ড,স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূর্গা পূজা মন্ডপ প্রেমতলা, শ্রী শ্রী পরেশ মহাত্মআশ্রম দূর্গা পূজা মন্ডপ বিবিজোরা মিরকুন্ডি, শ্রী রক্ষাকালী মন্দির দূর্গা পূজা মন্ডপ আড্ড শ্যামপুর ধামগড় ইউনিয়ন, আমিন আবাসিক সর্বজনীন দূর্গা পূজা মন্ডপ ২২ নং ওয়ার্ড ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির জিওধরা মুনি ঋষিপাড়া সাবদী বাজার।

add-content

আরও খবর

পঠিত