নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদাসীনতা ও কর্তব্যরত ব্যাক্তিদের দায়িত্বহীণতার কারণে দীর্ঘ দিন ধরে অরক্ষিত হয়ে আছে ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ খালপাড়ের রাস্তাটি। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন ব্যাক্তি বর্গের কাছে এলাকাবাসী বার বার ধর্ণা দেয়ার পরও কোন প্রতিকার মিলছেনা।
যে কারণে ভাঙ্গা-চুড়া ও খানা-খন্দকের ওই রাস্তা দিয়েই এলাকার শত শত বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘ দিনের সংস্কারের অভাবে রাস্তাটি সিংহভাগই দক্ষিণ প্রান্তের পুকুরের দিকে হেলে পড়েছে। যে কোন মুহুর্তে রাস্তাটি ধ¦সে জন সাধারণের জানমালের অপূরণীয় ক্ষতিসাধাণের আশংকা রয়েছে।
এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দা সত্তরোর্দ্ধ বৃদ্ধা আম্বিয়া বেগম জানান, খালপাড়ের রাস্তাটি অনেক দিন ধইরাই ভাইঙ্গা রইসে। হুনছি মেয়র আইভী বিলে অনেক উন্নয়ন করে কই এই রাস্তাটার দিকেতো হের নজর নাই। হেরে কি কেউ কয় নাই। এমুন ভাঙ্গা রাস্তা দিয়া যুদি হাটতে অয় তাইলে সিটি অইয়া লাভ কি? সিটি অওনের পর যুদি ভাঙ্গা রাস্তা দিয়া যাইতে অয় তাইলে আমাগো ইউনিয়নই ভালা ।